১৬ /১২/২০২০ ইং রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকার সময় রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী ) এর অধ্যক্ষ ডাঃ আবুল কালাম মোঃ আজাদ এর সভাপতিত্তে। রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে “মহান বিজয় দিবস’ ২০২০” উক্ত কলেজ ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়, উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা স্বারুপ দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং কলেজ প্রাঙ্গনে স্বাধীনাতার মহানায়ক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপাধ্যক্ষ ডাঃ কামরুল হাসান জাবেদের পরিচালনায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ডাঃ আবুল কালাম মোঃ আজাদ ও শিক্ষক প্রতিনিধি এবং কর্মকর্তা কর্মচারী প্রতিনিধি, পরবর্তীতে সকল শহীদের মাগফেরাত এবং কলেজ প্রতিষ্ঠাতা মহোদয় ও তার সহধর্মীনির রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পরিশেষে সবাইকে আপ্যায়ন বিতরন এর মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষনা করেন ।