১৫/০৮/২০২১ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী), লক্ষ্মীপুরের উপাধ্যক্ষ ডাঃ মোঃ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ত্বে অত্র কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম খান এর পরিচালনা ও সঞ্চালনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক–দিবস পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক–শিক্ষিকা, কর্মকর্তা–কর্মচারী, এবং এলাকার ওলামায়েকেরামবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পূর্বে ওলামায়েকেরামবৃন্দ ‘‘কোরআন খতম” করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মওলানা মোঃ নূরুল হুদা ।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও জাতীয় শোক দিবস সম্পর্কে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
উপাধ্যক্ষ ডাঃ মোঃ সাইফুল ইসলাম চৌধুরী তিনি তার বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন, বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকে তার সংগ্রামী জীবনের সকল দিক তুলে ধরেন এবং একদল বিপদগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্য নিহত হওয়ায় ধিক্কার জানান । বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাঁর ঐতিহাসিক নেতৃত্বের কথা স্মরণ করে তিনি বলেন, তার সুযোগ্য কন্যা গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়নের আহব্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।পরে মাওলানা আব্দুল মতিন সাহেব দোয়া মোনাজাত পরিচালনা করেন এবং কলেজের পক্ষ থেকে আপ্যায়ন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।