ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

শিক্ষাঙ্গনে পিঠা উৎসব-২০২৩ইং
February 8, 2023

ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মাগুরীতে ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন এর নির্দেশনা এবং তত্বাবধানে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।

এ সময় সবাই ভাষা শহিদদের চেতনায় বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকার করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনের নেতৃত্বে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুর’কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ঘোষণা করেন সংশ্লিষ্টরা।

এদিকে, এক বাণীতে অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেছেন, ‘‘ভাষা শহিদেরা আমাদের অনুপ্রেরণার উৎস।

শুধু বাঙালি জাতি নয় বিশ্বের প্রতি জাতির মাতৃভাষার মর্যাদা স্বাধীকার, স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি, ভাষা শহিদদের  আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়েই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি। সেই ধারাবাহিকতায় কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে দেশের  সর্বত্র ছড়িয়ে দেবার যে স্বপ্নযাত্রা শুরু করেছেন, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *